মুনিয়া হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন

রুবেল মজুমদার।।
কুমিল্লার মেয়ে কলেজ ছাত্রী মোশারাত জাহান মুনিয়ার হত্যাকারীদের বিচার ও বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহাব আনভীর এর অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২মে) সকাল ১১ টায় কুমিল্লা নগরীর ‘কুমিল্লারবাসী’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন থেকে মুনিয়ার হত্যাকারীদের বিচার ও মামলায় অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের গ্রেফতারে দাবি করেন।

এ সময় বক্তরা বলেন, মুনিয়া হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। আর সঠিক বিচার না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা। বিভিন্ন পত্রিকায় মুনিয়ার নামে মিথ্যা সংবাদ প্রচারনার নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে মুনিয়ার মামলার বাদীর নিরাপত্তা নিশ্চিকরনের দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাড.ফয়সাল সুলতান, এড.সাইফুল ইসলাম, অ্যাড.মাসুদ সাল্লাউদ্দিন, সুব্রনন্দী বাবুসহ মুনিয়া ভগ্নিপতি মিজানুর রহমান, মানিক ভূইয়াসহ প্রমুখ।

উল্লখ্য, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদি হয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। ইতিমধ্যে ঘটনাটি নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। তবে এখন নিহতের পরিবার দাবি করছে, মুনিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।