মো. আল আনাস, হোমনা।।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ আসনের বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেছেন, যারা স্বতন্ত্র প্রার্থী তারা বিএনপির (ধানের শীষের) কেউ না। আমার আপনার নেতা তারেক রহমান সেটা ক্লিয়ার করেছেন।
আজ সোমবার তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হোমনার ইউএনও মো.শহিদুল ইসলামের কাছে মনোনয়ন ফরম জমা দেয়া শেষে নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।
তিনি স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশ্য করে বলেন, আপনারাও বিএনপি, আমিও বিএনপি জনগণকে এইসব বলে জনগণের সাথে এইধরনের প্রতারণা করবেন না।
এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, সহ-সভাপতি মো. জাকির হাসান, মো. আলমগীর সরকার, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।