হোমনায় ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মো. কামাল হোসেন মোল্লা, হোমনা

হোমনা উপজেলায় ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিমল কৃষ্ণ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের। এছাড়া উপস্থিত ছিলেন হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন মোল্লাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।