নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামকে সমর্থন জানিয়েছেন আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. রশিদ আহমেদ হোসাইনি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলের হলরুমে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
বিএনপি সূত্রে জানা গেছে, কুমিল্লা -৯ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন দলটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক, সাবেক ডাকসুর সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনী। গত ৩ নভেম্বর সারাদেশে ২৩৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা ৯ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আবুল কালামের নাম ঘোষণা করা হয়।
তবে প্রার্থীর নাম ঘোষণা করা হলেও অপর দুই মনোনয়ন বঞ্চিত নেতা মাঠ দাপিয়ে বেড়াচ্ছিলেন। গত ১৪ নভেম্বর রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সামিরা আজিম দোলা এবং আবুল কালমাকে মিলিয়ে দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
পরে সামিরা আজিম দোলা বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামকে ধানের শীষ প্রতীকে জয়ী করার অঙ্গীকার করেন। এক ভিডিও বার্তায় নেতাকর্মীদের ধানের শীষের জন্য কাজ করার অনুরোধ করন দোলা।
দোলা মাঠ ছাড়লেও মাঠে থেকে শেষ পর্যন্ত লড়ার ঘোষণা দেন ড. রশিদ আহমেদ হোসাইনী। তার এ ঘোষণা নজড়ে আসে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দের।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর হোটেল সিক্সটিনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন। এসময় ড. রশিদ আহমেদ হোসাইনি বলেন, আমরা সবাই ধানের শীষের কর্মী। আমাদের নেতা বলেছেন তোমরা ব্যক্তি দেখে নয়, ধানের শীষকে ভোট দিবে প্রতীক দেখে। তাই আমি দলের প্রার্থী আবুল কালামকে সমর্থন জানিয়ে ধানের শীষকে বিজয়ী করব ইনশাআল্লাহ।
এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম বলেন, বিএনপি অনেক বড় দল। এখানে অনেকেই দলের মনোনয়ন চাইবেন এটাই স্বাভাবিক। কিন্তু দিনশেষে আমরা সবাই ধানের শীষের কর্মী। লাকসাম-মনোহরগঞ্জের তৃণমূল বিএনপিতে কোনো বিভেদ নেই। ধানের শীষকে জয়ী করতে সবাই ঐক্যবদ্ধ। আগাম নির্বাচনে এই আসনে ধানের শীষের ভূমিধস জয় হবে ইনশাআল্লাহ।