ব্রাহ্মণপাড়ায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে যৌথ বাহিনী অভিযান, চারজন কারাগারে

 

কুমিল্লার পেপার ডেস্ক:

অবৈধ মাটি কাটার বিরুদ্ধে যৌথ বাহিনী ও প্রশাসনের যৌন অভিযান পরিচালনা করে চারজন কে আটক করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারী) গভীর রাতে যৌথ বাহিনীর একটি আভিযানিক দল উপজেলার মালাপাড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান নেতৃত্ব দেয় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারেক রহমান ও ব্রাহ্মণপাড়া ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেম রেজওয়ান। আটককৃত দেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

আটককৃতরা হলো- উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত মিরাজুল ইসলামের ছেলে মো. নুর মোহাম্মদকে ৩ মাস, বুড়িচং কংশনগর গ্রামের তারু মিয়ার ছেলে আবু ইউছুফকে ৩ মাস, বুড়িচং পশ্চিমসিংহ গ্রামের মোহাব্বত আলীর ছেলে আনোয়ার হোসেনকে ৩ মাস এবং কংশনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আবু মুসাকে ৫ মাসের জেল প্রদান করা হয়।

এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।