কুবির ভর্তি পরীক্ষায় প্রশ্নোত্তর বলে দেওয়ার অভিযোগ পরীক্ষকের বিরুদ্ধে

হাছিবুল ইসলাম সবুজ, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় দুই পরীক্ষার্থীকে প্রশ্নোত্তর বলে দেওয়ার অভিযোগ উঠেছে এক পরীক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত পরীক্ষক ওহিদুর রহমান কুমিল্লা লাঙ্গলকোর্ট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ২০৯ নম্বর কক্ষে পরীক্ষকের দায়িত্বে ছিলেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

অভিযোগ সুত্রে জানা যায়, আজ বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ পরীক্ষা চলাকালীন সময়ে বিশেষ দুই পরীক্ষার্থীকে একাদিকবার প্রশ্নোত্তর বলে দিচ্ছিলেন। এ সময় অভিযোগকারী শিক্ষার্থী ঐ পরীক্ষককে প্রশ্ন না বলে দেওয়ার অনুরোধ জানালে ওল্টো ভয়ভীতি প্রদর্শন করেন। নিকাব খুলে মুখমণ্ডল দেখাতে বলে।

এ বিষয়ে অভিযোগকারী শিক্ষার্থী বলেন, পরীক্ষার ৫০ মিনিট পর ঐ শিক্ষক (ওহিদুর) আমার বাম পাশে থাকা দুই শিক্ষার্থীকে প্রশ্নোত্তর বলে দিচ্ছিলেন। বিনয়ের সাথে কারণ জানতে চাইলে তিনি আমার মুখ দেখাতে বলে যা আমার জন্য বিব্রতকর ছিল। এ বিষয়ে কথা বললে আমার সমস্যা হবে বলে ভয়ভীতি প্রদর্শন করেন।

এদিকে অভিযুক্ত  শিক্ষক অভিযোগের বিষয়টি মিথ্যা বলে দাবি করেন। তিনি আরও বলেন তিনি কারো সাথে কথা বলেননি। শুধু পরীক্ষার সময় বলে দিয়েছেন।

এদিকে একই কক্ষে থাকা আরেক পরীক্ষক মো. আলাউদ্দিন বলেন, ‘আমি ঐ শিক্ষককে (ওহিদুর রহমান) পরীক্ষার ৫০ মিনিট পর দুই মিনিটের মতো দুইজন শিক্ষার্থীদের সাথে কথা বলতে দেখেছি।’

কি কথা হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি সামনে ছিলাম তাদের মধ্যে কি কথা হয়েছে সেটা বলতে পারছি না।’

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ ধরনের আমরা একটি অভিযোগ পেয়েছি। ইউনিট প্রধানকে অভিযোগটি মার্ক করে পাঠিয়েছে। পরবর্তী প্রতিবেদনের আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ঐ কক্ষের সমন্বয়ক সহযোগী অধ্যাপক ড. কৃষ্ণ কুমার সাহা বলেন, ২০৯-নং কক্ষের পরীক্ষার্থী যে অভিযোগটি করেছেন, সে ধরনের কোনো লক্ষণ বা বিষয় আমি ওই কক্ষে বা ফ্লোরে অবস্থানকালীন সময়ে লক্ষ্য করিনি বা আমার কাছে কোনো মৌখিক অভিযোগও করেনি। আমি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে প্রতিটি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের জিজ্ঞাসা করেছি কয়েকবার, যে, তাদের কোনো সমস্যা হচ্ছে কি না, তখনও কেউ কিছুই আমাকে বলেনি।
অতএব, আপনাকে আমি দৃঢ়ভাবে বলতে চাই যে, আমার উপস্থিতে পরীক্ষার্থী ফারহানা জান্নাতের অভিযোগের বিষয়বস্তু আমার সামনে আসেনি।

বি ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। আমরা কেন্দ্রীয় কমিটি বসে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।