একটি দল বেহেশত দেওয়ার নামে ভাওতাবাজি করছে : আবুল কালাম

নিজস্ব প্রতিবেদক :

ad

কুমিল্লা -৯ ( লাকসাম-মনোহরগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, একটি দল বলে ভোট দিলে বেহেশত দিবে। বেহেশত কি দেখা যায়? কেউ কাউকে বেহেশত দিতে পারে? একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না কাকে বেহেশত দিবেন আর কাকে দোজখে দিবেন। একটি দল বেহেশত দেওয়ার নামে ভাঁওতাবাজি করছে। এই সমস্ত ভাওতাবাজিতে কান দেবেন না।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে লাকসামের এলাইচ প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঠিক করেছে। আমরা এই তফসিলের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই।

তিনি আরও বলেন, এখানে উপস্থিত সকলের চোখে আমি প্রতিশোধের আগুন দেখতে পাচ্ছি। কীসের প্রতিশোধ? বিগত ১৭ বছর আপনার সন্তান, আপনার ভাই, আপনার স্বামীকে নির্যাতন, নিপীড়ন, মামলা-হামলার প্রতিশোধ। এই নরপাটি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ভাই দীর্ঘদিন জেল খেটে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। কিন্তু উনার জানাজার সময় তৎকালীন ফ্যাসিস্টের দোসররা বলেছে জানাজা করেন কিন্তু মাইক ব্যবহার করা যাবে না। এটা কোন আইন? কোন দেশে আমরা বসবাস করতাম।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে এদেশে ব্যাপক উন্নয়ন করা হবে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মাদক নির্মূল করা হবে। শুধু একটাই কথা, ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষ ছাড়া এই দেশকে বাঁচানোর উপায় নেই।

এসময় লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, নরপাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহীম খলিল, লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নুরুল্লাহ নাহারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।