মারুফ আহমেদ।।
কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এলাকার কালাকচুয়া কামিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হোটেল নূর মহল এর কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালাকচুয়া কামিল মাদ্রাসা’র গভর্নিংবডির সাবেক সভাপতি, শিক্ষানুরাগী, মোহাম্মদ মোস্তাক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, কালাকচুয়া কামিল মাদ্রাসা’র সাবেক অধ্যক্ষ ও অত্র মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি মাওলানা হেলাল উদ্দিন হায়দার।
এসভায় সভাপতিত্ব করেন কালাকচুয়া কামিল মাদ্রাসা’র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা ইউনুছ মিয়া।
অত্র মাদ্রাসার গভর্নিংবডির সহ সভাপতি,
কুমিল্লা হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির এর উপস্থাপনায় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর কালাকচুয়া কামিল মাদ্রাসায় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন,জনপ্রিয় বাংলাদেশের ইসলামিক বক্তা হযরত মাওলানা তারেক মনোয়ার।
ওইদিন তিনি বাদ মাগরিব আলোচনা করবেন বলে জানান।