কুমিল্লা-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

জাহাঙ্গীর আলম, মেঘনা

ad

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কুমিল্লা-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে ৩৬টি আসনে ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে কুমিল্লা-২ আসনে মনোনয়ন দেয়া হয়েছে সেলিম ভূইয়াকে।

 

শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়া শিক্ষক নেতা সেলিম ভূইয়া দীর্ঘদিন ধরে শিক্ষকদের বিভিন্ন আন্দোলন, যেমন এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা, উৎসব ভাতা এবং চাকরি জাতীয়করণের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। শিক্ষক আন্দোলন ও বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার কারণে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে এবং তিনি গ্রেফতারও হয়েছিলেন। মিথ্যা ও সাজানো মামলায় তিনি কয়েকদফা কারাগারে ছিলেন। এছাড়া রাজনৈতিক কারণে তাকে চাকরিচ্যুত করাসহ নানা সময়ে মানসিক, শারীরিক নির্যাতন চালানো হয়েছে এই শিক্ষক নেতার ওপর।