গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ের মধ্য দিয়ে  ফ্যাসিবাদের চূড়ান্ত বিদায় নিশ্চিত হবে: ড. মোবারক হোসাইন

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে অবশ্যই বিজয়ী করতে হবে। এই গণভোটের ফলাফলের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। গণভোটে যদি ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়, তাহলে এ দেশে আর কোনো খুনি ও ফ্যাসিস্ট সরকারের পুনরুত্থান ঘটতে পারবে না। সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণই পারে একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ উপহার দিতে।

 

শনিবার (১৭ জানুয়ারী) বিকাল ৫টায় ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া সর্বস্তরের জনগনের মিলনমেলায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, একটি কুচক্রী মহল এখন ‘না’ ভোটের পক্ষে অপপ্রচার শুরু করেছে। যারা ‘না’ ভোটের প্রচারণা চালাচ্ছে, তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। জনগন হ্যাঁ ভোটের পক্ষেই রায় দিবে, ইনশাল্লাহ।

এতে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সাবেক সভাপতি মো. জাহিদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার। অনুষ্ঠানে আয়োজক কমিটির আহবায়ক ছিলেন ইঞ্জিনিয়ার মো. আবদুল মুনতাকিম। এসময় ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।