চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণ

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি অনুযায়ী বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত। শুক্রবার বিকেলে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের উপস্থিতিতে আলকরা ইউনিয়নে ও সেক্রেটারি মোঃ বেলাল হোসাইনের উপস্থিতিতে শুভপুর ইউনিয়নের নালঘর বাজারে এ কার্যক্রমের সূচনা করা হয়।

ad

জামায়াত নেতৃবৃন্দ জানান, জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান তফসিল ঘোষণার পর সারাদেশে লাগানো ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডসহ সকল প্রকার নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ দেন। সেই প্রেক্ষিতে আজ আমরা চৌদ্দগ্রামের সকল ইউনিয়নে ব্যানার ফেস্টুন অপসারণ শুরু করেছি। আমাদের সকল ইউনিয়নে নেতাকর্মীদেরকে নির্বাচন কমিশনের আইনের প্রতি শ্রদ্ধা রেখে অপসারণের এই নির্দেশনা দেয়া হয়েছে।

নালঘর বাজারে নির্বাচনী বিলবোর্ড অপসারণকালে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইকবাল হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক আবু ছাঈদ ছোটন, এ কে এম ওহিদুল্লাহ মজুমদার, গোপালনগর মহিলা আলিম মাদ্রাসা প্রতিষ্ঠাতা মাস্টার জাহাঙ্গীর হোসেন, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার নাসির উদ্দিন, ব্যবসায়ী পেয়ার আহম্মেদ দুদু, ৮নং ওয়ার্ড সভাপতি ডা: মাওলানা আবু ইউসুফ, সেক্রেটারি আরিফুল ইসলাম, যুব বিভাগের সেক্রেটারি শাহীন কাদের, যুব বিভাগের নেতা আব্দুর রশিদ মজুমদার, ইউনিয়ন শ্রমিক কল্যান সভাপতি সিরাজুল ইসলাম, ৯নং ওয়ার্ড সহ সভাপতি কামাল হোসেন সর্দার, যুব বিভাগের সেক্রেটারি কাজী নূর ইসলাম রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।