চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে দাওয়াত খেতে যাওয়া একই পরিবারের স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ২৫ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল দিনে-দুপুরে লুটে নিয়েছে সংঘবদ্ধ চোরচক্র। উপজেলার কনকাপৈত ইউনিয়নের কাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে। রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন ভুক্তভোগী শফিকুর রহমান।
থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, শফিকুর রহমানসহ পরিবারের সদস্যরা শনিবার বেলা ১২টার সময় পাশ্ববর্তী ইউনিয়নের কাছানিয়া গ্রামে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বের হয়। দুপুর আড়াইটার সময় দাওয়াত খাওয়া শেষে বাড়ি প্রবেশ করতেই মুল গেইট ও ঘরের কলাপসিবল গেইটের তালা ভাঙা। পরবর্তীতে ঘরে গিয়ে দেখেন তিনটি স্টীলের আলমারি ও একটি ওয়ারড্রপ তছনছ করা। সংঘবদ্ধ চোরচক্র আলমারিতে থাকা ছয়টি স্বর্ণের চেইন, একটি আংটি, একজোড়া ছুড়ি, একজোড়া নেকলেসসহ দশ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
ভুুক্তভোগী শফিকুর রহমান বলেন, পরিবার নিয়ে দাওয়াত খাওয়া শেষে ফিরে এসে দেখি, ঘরের বাড়ি ও ঘরের গেইটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ২৫ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল নিয়ে যায় চোরচক্র। চোরচক্রের আতঙ্ক থেকে বাঁচতে থানায় অভিযোগ দাখিল করেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর কয়েকজন বলেন, দিনে-দুপুরে এভাবে চুরির ঘটনা সকলের মাঝে আতঙ্ক বাড়িয়েছে। জনবহুল ধোড়করা বাজারের পাশে এভাবে চুরি মেনে নেয়া যায় না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট অনুরোধ জানাই।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মুরাদ হোসেন রোববার বিকেলে বলেন, চুরির ঘটনায় ভুক্তভোগী শফিকুর রহমানের অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।