জাতীয় বিপ্লব ও  সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা জেলা ও মহানগর ছাত্রদলের আলোচনা সভা 

ডেস্ক রিপোর্ট :

ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদল কর্তৃক আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

আজ শনিবার দক্ষিণ জেলার বিএনপি কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ রশীদ প্রিমু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আজমীর হোসেন শরীফ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মো:সোলায়মান মুন্সী, ছাত্রদল নেতা একরামুল হক রাসেল, ছাত্রদল নেতা সালাউদ্দিন রকিসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। এ দিনটি ছিল জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ঐক্যের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এই দিনে দেশপ্রেমিক সেনা ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বার্থ রক্ষায় ইতিহাস সৃষ্টি করেছিলেন।