হালিম সৈকত, তিতাস।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা -২ (হোমনা-তিতাস) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার ২৩ জানুয়ারি সকাল ১০ টায় বাতাকান্দি বাজারে আইএবি কার্যালয়ে তিতাস ও হোমনার সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ জুনাইদ।
এরপর ইঞ্জিনিয়ার আশরাফুল আলম তার বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, আমরা তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, নাগরিক সেবা নিশ্চিত করা ও স্বাস্থ্য সেবা জনগণের প্রান্তিক পর্যায়ে
পৌছে দেয়া। সেই সাথে নারী সমাজের ক্ষমতায়ন ও যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি আমাদের অগ্রাধিকারের তালিকায় থাকবে।
এক প্রশ্নের উত্তরে তিনি জামায়াতে ইসলাম সম্পর্কে বলেন,জামায়াতে ইসলাম নামেই ইসলাম। আসলে তারা মুনাফেকের দল। তাদের কথা ও কাজে কোন মিল নেই। তারা আমাদের সাথে প্রতারণা করেছে, সে জন্যই আমরা ১১ দলীয় জোট থেকে বের হয়ে গেছি।
এসময় উপস্থিত ছিলেন, ইসালমি আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম, তিতাস উপজেলা শাখার সভাপতি ডা. আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসাইন,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহলম (মেম্বার), ইসলামি আন্দোলন বাংলাদেশ হোমনা উপজেলা শাখার সাধারণ সম্পাদকঃ মোঃ ইব্রাহিম সরকার, বাংলােশ মুজাহিদ কমিটি তিতাস উপজেলা শাখার ছদর মোঃ বাবুল মিয়া, কুমিল্লা পশ্চিম জেলা শাখার ইসলামি যুব আন্দোলনের উপ সম্পাদক মাওলানা মুফতি সালিমুদ্দিন মাছিমপুরী, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতি হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকসহ ইসলামি আন্দোলন বাংলাদেশ,হোমনা-তিতাস উপজেলার শাখার নেতৃবৃন্দ।