দেবিদ্বারে জামায়েত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ ব্যাপক গণসংযোগ করেছে। রোববার বিকালে দেবিদ্বার পৌর সদরের মাটিয়া মসজিদ থেকে ফুলগাছ তলা পর্যন্ত গনসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুসিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভুঞা, জামায়াতের উপজেলা সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান, উপজেলা সহকারী সেক্রেটারি শরীফুল ইসলাম সরকার, পৌর জামায়াতের আমীর ফেরদাউস আহম্মেদ, পৌর সেক্রেটারি ক্বারী ওয়ালীউল্লাহ, পৌর জামায়াত নেতা মোঃ তমিজ উদ্দিন, জাকির হোসেন ও বিল্লাল হোসেনসহ বিপুল সংখ্যক নেতা কর্মীরা। এ সময় নেতাকর্মীরা সর্বস্তরের জনগনকে আগামী নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদকে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহবান জানান।