
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৭২টি আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে ১১ জন নারী প্রার্থী ধানের শীষ প্রতীক পেয়েছেন।
দলের চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন— দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১।
নির্বাচিত নারী প্রার্থীরা হলেন—
নাটোর-১: ফারজানা শারমিন
যশোর-২: মোছা. সাবিরা সুলতানা
ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টু
শেরপুর-১: সানসিলা জেবরিন
মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা
ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলি
ফরিদপুর-২: শামা ওবায়েদ
সিলেট-২: মোছা. তাহসিনা রুশদীর
ফরিদপুর-৩: নায়াব ইউসুফ কামাল
মাদারীপুর-১: নাদিরা মিঠু
নারী প্রার্থীদের মধ্যে অনেকে রাজনৈতিক পরিবারে জন্মেছেন। উদাহরণস্বরূপ—
ফারজানা শারমিন: বাবা ফজলুর রহমান পটল সাবেক মন্ত্রী।
আফরোজা খান রিতা: বাবা হারুনুর রশিদ খান মুন্নু সাবেক কেন্দ্রীয় নেতা।
শামা ওবায়েদ: বাবা কেএম ওবায়দুর রহমান সাবেক মহাসচিব।
সানজিদা ইসলাম তুলি: গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন।
তাহসিনা রুশদী: লুনার স্বামী এম ইলিয়াস আলী ২০১২ সালে গুম হয়েছেন।
নাদিরা মিঠু: শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী।
মাদারীপুর-১ আসনের প্রার্থী নাদিরা মিঠুকে প্রথমে মনোনয়ন দেওয়া হলেও একদিন পর পূর্বের মনোনয়ন স্থগিত হয়েছিল।