অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাগুরা সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় মাগুরা-১ নির্বাচনি এলাকার ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের নির্দেশে ওই দিন বিকেলে ভোটকেন্দ্রটিতে দুটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। নির্বাচন কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরাপদভাবে তদারকির লক্ষ্যে এসব ক্যামেরা বসানো হলেও কয়েক ঘণ্টার মধ্যেই একটি ক্যামেরা ভাঙচুরের শিকার হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি লাঠি দিয়ে আঘাত করে ক্যামেরাটি ভেঙে ফেলে। ভাঙচুরের দৃশ্য ক্যামেরার ফুটেজে ধরা পড়লেও পর্যাপ্ত আলো না থাকায় অভিযুক্ত ব্যক্তির মুখ স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। বৃহস্পতিবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, ভোটকেন্দ্রের সামনে একটি বড় খেলার মাঠ এবং পাশে নিরিবিলি সড়ক থাকায় এলাকাটি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছিল। এ কারণে নজরদারি বাড়াতে সিসিটিভি বসানো হয়। তবে রাতের মধ্যেই দুর্বৃত্তরা ক্যামেরাগুলোর একটি ভেঙে ফেলে। পরদিন সকালে বিদ্যালয়ের নাইটগার্ড ক্যামেরাটি ভাঙা অবস্থায় দেখতে পান। প্রাথমিকভাবে স্থানীয় ছয়জন যুবককে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।