১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জিতলেন মিডিয়া ওয়ারিয়র্স

স্টাফ রিপোর্টার।।

 

ad

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৭–তম মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জার্নালিস্ট ইউনাইটেডকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে মিডিয়া ওয়ারিয়র্স।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন মিডিয়া ওয়ারিয়র্সের অধিনায়ক জহিরুল হক বাবু।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় জার্নালিস্ট ইউনাইটেড। দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন সুমন আহমেদ সোহান। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কার মার। এছাড়া আলমগীর ৩২, বিপ্লব হাসান ২৫, জুয়েল ১০, আকিবুল হারেছ ৯ ও শাহ ইমরান অপরাজিত ৩ রান করেন।

মিডিয়া ওয়ারিয়র্সের পক্ষে জহিরুল হক বাবু, তামজিদ হোসেন লিপু, মাহিন, হাসান ফরহাদ ও গাজী রুবেল একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত পারফরম্যান্সে ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় মিডিয়া ওয়ারিয়র্স। দলের পক্ষে সোহরাব সুমন অপরাজিত ৪৯, মাহিন অপরাজিত ৩৮, ইশতিয়াক আহমেদ ২৪, হাসান ফরহাদ ২৩, গাজী রুবেল ১৭ ও তামজীদ হোসেন লিপু ৭ রান করেন।

জার্নালিস্ট ইউনাইটেডের পক্ষে শাহ ইমরান, সোহান, বিপ্লব ও হারেস একটি করে উইকেট পান।

অলরাউন্ড পারফরম্যান্সের জন্য মাহিন ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আসিফ তরুনাভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া ও দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার শহীদ উল্লাহ।

অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

এ ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন দেশ টিভির প্রতিনিধি সুমন কবির এবং এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ।