স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের বড় পুকুর পাড় এলাকায় আনোয়ার হোসেন নামের এক ইউপি সদস্যকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গণধোলাই দেয়া হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, লক্ষণপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: আনোয়ার হোসেনের দুই স্ত্রী ও ছয় সন্তান রয়েছে। ১৭এপ্রিল রাতে পাশ্ববর্তী সরসপুর ইউনিয়নের বড়পুকুর পাড় এলাকার বিধবা মহিলার সাথে অসামাজিক কার্যকলাপের সময় আটক করে স্থানীয়রা। এসময় তাকে গলধোলাই দেয়া হয়।
অভিযুক্ত আনোয়ার হোসেন মেম্বার বলেন, আমার সুনাম নষ্ট করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। আমি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
লক্ষণপুর ইউনিয়ন চেয়ারম্যন আলহাজ্ব মো: মহিন উদ্দিন চৌধুরী বলেন, তার অসামাজিক কার্যকলাপের বিষয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তার মতো মেম্বার আমার ইউনিয়নে থাকার প্রয়োজন নেই। তার জন্য আমার পরিষদের মান ইজ্জত সব শেষ। আমি কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি, তার সদস্য পদ বাতিল করা হোক।