বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়ন এর নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও আবিদপুর মধ্যমপাড়া জামে মসজিদের সভাপতি আব্দুর রব মাস্টার ফরাজী জানাজা নামাজে শোকার্ত মানুষের ঢল।
আজ সকাল ১১ টায় আবিদপুর কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে বার্ধক্যজনিত কারনে বুধবার রাত আড়াই টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মোকাম ইউনিয়নের নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রব মাস্টারের জানাজা নামাজে শরীক হয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, বুড়িচং উপজেলা সাবেক চেয়ারম্যান এটি.এম. মিজানুর রহমান, বাংলাদেশ জামায়েত ইসলামিক কুমিল্লা জেলার শূরা সদস্য ও বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মো.সাইফুল আলম, মোকাম ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন, আবিদপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেয়ামত উল্লাহ,
ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএমপির সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন বাদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ আত্মীয় স্বজন।
বুড়িচং উপজেলা সাবেক চেয়ারম্যান এটি.এম.মিজানুর রহমান বলেন, আব্দুর রব স্যারের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। জানাজা নামাজে এসে গ্রামের সকল মানুষ বলছিল ওনি একজন ভালো মানুষ ছিল। আপনার মৃত্যুর পর আপনাকে যেন ভালো মানুষ বলে এ শিক্ষাটা আমরা সকলে গ্রহণ করবো।
এসময় ব্যারিস্টার আব্দুল আল মামুন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আব্দুর রব মাস্টারের জন্য দোয়া করেন।
জানাজা নামাজ পড়ান আবিদপুর হাই স্কুল এর অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষা মাওলানা ইয়াকুব ফরাজি। এর আগে উপস্থিত মুসল্লিদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেন মরহুমের পুত্র সৌদি প্রবাসী তৌহিদুর রহমান সবুজ ফরাজী।