আমেরিকার নির্বাচনে ভোট গ্রহন চলছে

আগামী ৩রা নভেম্বর বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। করোনা মহামারির কারনে ২০২০ এর নির্বাচনের অগ্রিম ভোট গ্রহন গত ৫ অক্টোবর থেকে (মেইল ইন ব্যালটের) ভোট দেয়া শুরু হয়ে গেছে। আমি আমার পরিবার তাদেরই একজন। অন্যান বারের ন্যায় আমাদের পছন্দের প্রার্থীদের জন্য ঘরে বসে ভোটের পর্ব সম্পন্ন করে সিটি কাউন্সিলের নির্ধারিত বক্সে জমা করে আসলাম আমাদের ব্যালট পেপারগুলো। এবারের নির্বাচন নানা দিক থেকে আমেরিকান প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ জনমত জরীপ অনুযায়ী ভোটাররা এবার পরিবর্তন চান। প্রেসিডেন্ট নির্বাচনের পাশা পাশি সিনেট, কংগ্রেস, সিটি কাউন্সিলের নির্বাচনও হতে যাচ্ছে একই ব্যালট পেপারে। এখানকার নির্বাচন পদ্ধতি অত্যন্ত স্বচ্ছ, আমরা প্রভাবমুক্ত থেকে যার যার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে মতামত প্রকাশ করতে পারি ভয়ভিতিবিহীন ভাবে। কোন প্রার্থীকে খুব একটা চোখে দেখা যায়না। কোন প্রচার প্রচরনার বালাই নেই। ডাকযোগে কেবল ভোটারদের জন্য তাদের জীবন বৃত্তান্ত সম্বলিত লিফলেট পাঠিয়ে দিবে। তা থেকেই ভোটাররা তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারেন। রাস্তার পাশে নির্ধারিত জায়গায় নির্বাচনের প্রতিদ্বন্ধী প্রার্থীরা তাদের ছবি সম্বলিত ছোট বড় বিলবোর্ড লাগিয়ে থাকেন, যা নাকি নির্বাচনের পর পরই নিজ দায়িত্বে সরিয়ে নিতে হয়। নির্বাচনের দিন নেই কোন পোলিং এজেন্ট , পোষ্টার লিফলেটের বিড়ম্বনা ভোট চাওয়ার বিরক্তি।
মিছিল মিটিং এর সুযোগ নেই, কোন দেয়াল লিখন নেই, ভোট চাওয়ার জন্য ধর্ণা নেই, টাকা পয়সার লেনদেন নেই। অনায়াসে নিভেজাল ভাবে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বিশ্বের অন্যতম গনতান্ত্রিক দেশের দাবীদার আমেরিকার জনগন দুটো দলে বিভক্ত এর একটি হচ্ছে Democrats party আর অন্যটি হচ্ছে Republican Party , ছোটখাট আরো দু একটি দলও নির্বাচনে অংশ নিয়ে থাকেন। করোনা ভাইরাসে বিপূলসংখক আমেরিকানবাসীর প্রানহানী, পুলিশি নির্যাতনে প্রানহানী, সুপ্রিমকোর্ট এর বিচারপতি নিয়োগ, বেকারত্ব, ক্ষমতার অপব্যবহারসহ নানা ইস্যুতে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কীত। এবার তার শক্ত প্রতিদ্বন্ধি হিসেবে লড়ছেন সাবেক ভাইস প্রেসিডেনট জো বাইডেন। যিনি জনমত জরিপে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন। বাংলাদেশী আমেরিকান হিসেবে আমরাও এবার এ পরিবর্তনের অপেক্ষায়। আমেরিকার প্রবাসীরাও আপনার ভোটাধিকার নির্ধারিত সময়ে প্রয়োগ করতে এগিয়ে আসুন।

নজরুল ইসলাম বাবুল
সিনিয়র সাংবাদিক
ক্যালিফোর্নিয়া,আমেরিকার