নিউজ ডেস্ক।।
তুরস্কের আয়া সোফিয়ায় ৮৬ বছর পর আবার নামাজ শুরু হয়েছে।
গত ২৪ জুলাই জুমার জামাতের মাধ্যমে তা শুরু হয়। তুরস্কের ধর্মমন্ত্রী আলী এরবাশ জুমার নামাজের ইমামতি করেন এবং তাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। তুর্কি গণমাধ্যমের ভাষ্য মতে, আমন্ত্রিত পাঁচ শ অতিথি আয়া সোফিয়ার ভেতরে নামাজের সুযোগ পান এবং বাইরে অংশ নেন সাড়ে তিন লাখেরও বেশি মানুষ।
আরো পড়ুনঃ
জুমার নামাজের আগে আয়া সোফিয়ার ভেতর সুরা বাকারা ও সুরা ফাতহ তিলাওয়াত করা হয়। এরপর মুয়াজ্জিন আজান দেন। নামাজের আগে প্রেসিডেন্ট এরদোয়ান কোরআন তিলাওয়াত করেন। সূত্র : ডেইলি সাবাহ