অনলাইন ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ উপস্থিত থাকবেন। এটি হবে বর্তমান নির্বাচন কমিশনের দশম কমিশন বৈঠক।
বৈঠকের আলোচ্য সূচিতে ১০টি বিষয় রাখা হয়েছে। এগুলো হচ্ছে– তপশিল, তপশিলের আগে ও পরের কার্যক্রম, গণভোট আয়োজনসহ সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা, মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময়, সমন্বয়-সংক্রান্ত, বিবিধ ইত্যাদি।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার গতকাল শনিবার সমকালকে বলেন, সভায় জাতীয় নির্বাচন ও গণভোটের তপশিল নিয়ে সিদ্ধান্ত হবে। এর পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তপশিল চূড়ান্ত করা হবে। তিনি বলেন, তপশিলের সঙ্গে কারা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হচ্ছেন, সেটাও প্রজ্ঞাপন আকারে জানিয়ে দেওয়া হবে।
ইসি সূত্র জানায়, বৈঠকে সার্বিক অগ্রগতির বিষয়ে আলোচনার পাশাপাশি পোস্টাল ভোটিংয়ের ব্যালট আনা-নেওয়ার সময়ও চূড়ান্ত হবে।
ইসির কর্মকর্তারা জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে দুই ভোটের সব প্রস্তুতি শেষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আন্তঃমন্ত্রণালয়ের সঙ্গে চূড়ান্ত বৈঠকও হয়েছে। প্রথা অনুযায়ী ভোটের সার্বিক দিকে তুলে ধরতে আগামী বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন সিইসি ও চার নির্বাচন কমিশনার। এর পর তপশিল ঘোষণা করা হবে।
এবার ভিন্ন পরিস্থিতি বজায় থাকায় রাষ্ট্রপতির আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করতে পারে নির্বাচন কমিশন। সবকিছু ঠিক থাকলে কমিশন চলতি সপ্তাহে তপশিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন করবে।