ডেস্ক রিপোর্ট।।
ভারতের সাথে চীনের উত্তেজনা পরিস্থিতর মধ্যেই পানিপথে সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে নতুন মহড়া শুরু করল চীন। সোমবার নৌশক্তির চূড়ান্ত প্রদর্শন করলো দেশটি। একসঙ্গে পাঁচ সমুদ্রে সামরিক মহড়া চালাচ্ছে চীন। দু’মাসে এই নিয়ে পরপর দু’বার বড়সড় আকারের মহড়া শুরু করল চীন।
মহড়া দুটি চলছে দক্ষিণ চীন সাগরের কাছে প্যারাসেল আইল্যান্ড ও ইস্ট চায়না সি-তে। এছাড়া বোহাই সাগরে চলছে আরও একটি মহড়া। ইয়েলো সি-র দক্ষিণ অংশে আরও একটি মহড়া চলছে বলে জানা গেছে। যেখানে মহড়া চলছে ওইসব এলাকায় কোনও ধরনের জাহাজ ঢুকতে নিষেধ করা হয়েছে। চীনের জন্য সামরিক মহড়া কোনও নতুন ঘটনা নয়। তবে, একইসঙ্গে এভাবে এতগুলো মহড়া আগে চালাতে দেখা যায়নি। গত মাসে এরকমই একটি মহড়া চালায় বেইজিং। সেখানে বোহাই সাগর, ওয়েলো সি, ইস্ট চায়না সি ও সাউথ চায়না সি-তে মহড়া চলে। অর্থাৎ একসঙ্গে ৪ টি মহড়া চালানো হয়েছিল সেবার।