স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-০৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, ঐক্যবদ্ধ কুমিল্লা বিএনপি রাজনীতিতে নতুন ইতিহাস রচনা করেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সদর দক্ষিণ উপজেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হাজী ইয়াছিন এই কুমিল্লার একজন পরীক্ষিত ও ত্যাগী বিএনপি নেতা। দীর্ঘদিন ধরে তিনি এই জনপদে বিএনপিকে আঁকড়ে ধরে রেখেছেন। আগামী নির্বাচনে ধানের শীষের স্বার্থে নিজের সব রাগ-অভিমান বিসর্জন দিয়ে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আমার সাথে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করছেন। ইয়াছিনের এই সিদ্ধান্ত ও ত্যাগ শুধু কুমিল্লাতেই নয়, সারাদেশের বিএনপির রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
মনিরুল হক চৌধুরী আরও বলেন, আমি কখনো কুমিল্লা জেলা বিএনপির কোনো পদ চাইনি, এখনও কোনো পদে নেই। যেদিকেই যাই, সেদিকেই ইয়াছিনের নাম শুনি। তারপরও আল্লাহ আমাকে এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে কবুল করেছেন। আমি কথা দিচ্ছি, ইয়াছিন জীবনে অনেক দূর এগিয়ে যাবে এবং অনেক কিছু অর্জন করবে ইনশাআল্লাহ।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে যেই গ্রুপই করুন না কেন, সবাই ধানের শীষের স্বার্থেই করেছেন। অতএব ধানের শীষের প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন। নির্বাচনের আগে কিংবা পরে কোনো নেতাকর্মীর ওপর অত্যাচার করার সুযোগ কাউকে দেওয়া হবে না।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলার ছয়টি আসনের প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি। আমি মনিরুল হক চৌধুরীকে বলেছি ভাই, আমি যখন প্রতিযোগিতা করি তখন ষোল আনা প্রতিযোগিতা করি। আর যখন দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি, তখন অতীতের সব চিন্তা বাদ দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে সর্বোচ্চটা দিতে প্রস্তুত।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাহিদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবে সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আক্তার হোসেন, সাবেক সভাপতি এস এ বারী সেলিম, কুমিল্লা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সংগঠক শাহ মোহাম্মদ সেলিমসহ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।