ওসি প্রদীপের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক

নিউজ ডেস্ক।।
বরখাস্ত টেকনাফের ওসি প্রদীপ কুমার দাশের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন-দুদক। ঘুষ, চাঁদাবাজি এমনকি ডাকাতির অভিযোগ রয়েছে প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে।

দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, নামে বেনামে কোটি টাকার সম্পদ গড়েছেন প্রদীপ। এর মধ্যে স্ত্রীর নামে চট্টগ্রামের পাথরঘাটায় ছয়তলা বাড়ি, ষোল শহরে ১০ শতকের প্লট, কক্সবাজারে ফ্লাট ও দুই গাড়ির হিসেব দুদকে জমা দিয়েছেন। আর নিজের নামে ২টি অস্ত্র, ১৫ লাখ টাকার সঞ্চয়পত্র, ১০ লাখ টাকার ওয়েজ অর্নার্স বণ্ড ও কক্সবাজারের উত্তরণ প্রকল্পে ৩ কাঠা জমি দেখানো হয়েছে।

তবে অভিযোগ অনুযায়ী আরো সম্পদ আছে কিনা তা খতিয়ে দেখছে দুদক।