কওমি মাদ্রাসা বোর্ড পুনর্গঠনের দাবি

নিউজ ডেস্ক।।
শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যর্থ হলে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) পুনর্গঠনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, ‘বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর সর্ববৃহৎ ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম বেফাকের দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে সাম্প্রতিক সময়ে অনাকাঙ্ক্ষিত বিতর্ক শুরু হয়েছে।’

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পক্ষ একে অপরের বিরুদ্ধে নানা রকম অভিযোগ-পাল্টা অভিযোগ করে এবং একের পর এক গোপনীয় ফোনালাপ প্রচার করে পরিবেশকে এতটাই নোংরা করে তুলেছেন, যাতে সাধারণ মানুষের কাছে সম্মানিত ওলামায়ে কেরামের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা প্রশ্নের সম্মুখিন হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের আলাদা শিক্ষাবোর্ড থাকলেও বেফাকের সঙ্গে আমরা সবসময়ই আন্তরিকভাবে জড়িত ছিলাম। বাংলাদেশ মুজাহিদ কমিটি কর্তৃক পরিচালিত বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড বেফাকের অন্তর্ভুক্ত একটি সহযোগী প্রতিষ্ঠান। সে সূত্রে পদাধিকারবলে পীর সাহেব চরমোনাই বেফাকের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি এবং কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী বেফাকের কেন্দ্রীয় সহকারি মহাসচিব। শুধু বেফাকের দায়িত্বের কারণে নয় বরং এদেশের সহি ধারার ইলমে দ্বীনের নিয়ন্ত্রণকারী মারকাজ হিসাবে বেফাকের প্রতি আমাদের নৈতিক ও আদর্শিক দায়বদ্ধতা রয়েছে। এজন্যই বেফাকে কোনও সংকট তৈরি হলে আমরা বিচলিত না হয়ে পারি না।’

তিনি আরও বলেন, ‘বর্তমান অনাকাঙিক্ষত সংকটও আমরা বেশ কিছুদিন ধরে দূর থেকে পর্যবেক্ষণ করছি। আমরা ভেবেছিলাম, দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুততার সঙ্গে সংকট নিরসনে উদ্যোগী হবেন। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি, পরিস্থিতি দিন দিন আরও জটিল ও ঘোলাটে হচ্ছে। বেফাক সংশ্লিষ্ট অনাকাঙ্ক্ষিত বিতর্কে সারাদেশের ওলামা এবং ছাত্ররা জড়িয়ে পড়েছে।’