ঝুঁকি নিয়ে মহাসড়কে হাইওয়ে পুলিশ

স্টাফ রিপোর্টার।।
পুলিশের অন্যান্য ইউনিটের মত করোনা প্রতিরোধে মহাসড়কে ঝুঁকি নিয়ে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ। রোববার সকালে মহাসড়কের কুমিল্লা অংশের পদুয়ার বাজার বিশ্বরোড, আলেখারচর, ক্যান্টনমেন্ট, চান্দিনাসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে বিভিন্ন পয়েন্টে হাইওয়ে পুলিশকে টহল দিতে দেখা যায়। এসময় মহাসড়কে যেন যাত্রীবাহী কোন যানবাহন চলাচল করতে না পারে সেদিকে কঠোর অবস্থানে দেখা যায় হাইওয়ে পুলিশকে। যাত্রীবাহী যানবাহনে নিষেধাজ্ঞার পাশাপাশি পণ্যবাহী যানবাহনকে নিরাপদে পৌঁছে দিচ্ছেন তারা। মহাসড়কের বিভিন্ন স্থানে মাইকিং করে রাস্তায় বের হওয়া মানুষদের ঘরে ফিরে যাবার আহ্বানও জানান হাইওয়ে পুলিশ সদস্যরা।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি সাফায়েত হোসেন বলেন, আমার থানার আওতাধীন ৩৪ কিলোমিটার সড়কে ৫টি টিম গঠন করে নিয়মিত টল দিয়ে যাচ্ছি। করোনাভাইরাস মোকাবেলায় হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার নজরুল ইসলাম স্যারের নির্দেশে দৈনন্দিন অন্যান্য কাজের পাশিাপাশি সরকারি সকল নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছে হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্য। যাত্রীবাহী পরিবহন বন্ধের পাশাপাশি পন্যবাহী ও প্রাইভেট গাড়িগুলো যেন যাত্রী পরিবহন করতে না পারে সেদিকেও কঠোর অবস্থানে রয়েছি। এছাড়া জনসাধারণকে সচেতন করতে নিয়মিত লিফলেট বিতরণ ও মাইকিং করে যাচ্ছি। ব্যক্তিগত উদ্যোগে অসহায় এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ কিংবা আর্থিক সহযোগিতাও করছেন হাইওয়ে পুলিশ। অতীতের মত দেশের যেকোন দুর্যোগে পুলিশের অন্যান্য ইউনিটের মত হাইওয়ে পুলিশও জনসেবায় নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন তিনি।