স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের দাফন করা ‘দাফন-ওরা ৯ জন’ সংগঠনের ২২ সদস্যকে আর্থিক সহযোগিতা করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
মঙ্গলবার বিকেলে মুন্সেফবাড়ি কার্যালয়ে এ মানবিক সংগঠনের ৫ নারী সদস্য সহ ২২ সদস্যের হাতে ২৫ হাজার টাকা করে তুলে দেন এমপি বাহার।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রোকন উদ্দিন রোকন অসুস্থ্য থাকায় উপস্তিত থাকতে পারেননি। এ সময় ‘দাফন-ওরা ৯ জন’ সংগঠনের সদস্যদের সাথে দীর্ঘক্ষন কথা বলেন তিনি এবং তাদের এ কাজ চালিয়ে যাওয়ার জন্য বলেন, ‘দাফন-ওরা ৯ জন’ সংগঠনের সদস্যদের যে কোন বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এমপি বাহার।
এ সময় উপস্থিত ছিলে কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ ও জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক তাহসীন বাহার সুচনা।
গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের দাফন ও সৎকারে যখন কেউ এগিয়ে আসছে না এ সময় মোঃ রোকন উদ্দিন রোকন এর নেতৃত্বে মৃতদের দাফন ও সৎকারে ওরা ৯ জন সংগঠনের সদস্যরা এগিয়ে আসে। এ পর্যন্ত ৯৬ জন মৃত নারী-পুরুষের দাফন ও সৎকার করে দাফন-ওরা ৯ জন এর সদস্যরা। এ সংগঠনে নারী মৃতদের কাফনের কাজ করছে ৫ নারী সদস্য ও পুরুষদের কাফন ও সৎকারের জন্য রয়েছে ১৭ জন সদস্য।