করোনা ও উপসর্গে কুমেক হাসপাতালে তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) গেল ২৪ ঘণ্টায় করোনায় একজন ও শ্বাসকষ্ট, জ্বর, সর্দিসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছে আরো দুজন। শুক্রবার কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এ কথা নিশ্চিত করেছেন।

কুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি নিয়ে হাসপাতালের পঞ্চম তলায় ভর্তি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের নেউরা এলাকার সমির উদ্দিনের ছেলে ফারুক হোসেন। ৪০ বছর বয়সী ওই ব্যক্তি গতকাল বৃহস্পতিবার রাত নয়টা ১৫ মিনিটে মারা যান। একই ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালের দ্বিতীয়তলায় ভর্তি ছিলেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার আবদুল হামিদের পুত্র ফরিদ মাষ্টার(৭০)। তিনি গতকাল সন্ধ্যা ছয়টায় মৃত্যুবরণ করেন।
এদিকে করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান কুমিল্লা শহরতলীর বালুতুপা এলাকার আবুল হাসেমের ছেলে আবুল কালাম আজাদ ( ৫৭)। ওই ব্যক্তি শুক্রবার ভোররাত ৪টায় মারা যান।

কুমেক হাসপাতালের সহকারী সার্জন মারজানা আক্তার বলেন, বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ১৩১ জন। এর মধ্যে পুরুষ ৮০ জন ও নারী ৫১ জন। মোট রোগীর মধ্যে করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত ৬০ জন। তাঁদের মধ্যে ৩৬ জন পুরুষ। বর্তমানে আইসিইউতে ১৮ জন ভর্তি আছেন।