মো. কামাল হোসেন মোল্লা, হোমনা
হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মহরম আলী স্যারকে বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জানাজা শেষে তাকে সেখানে সমাহিত করা হয়।
এর আগে তার কর্মস্থল হোমনা সরকারি হাই স্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্যারের দীর্ঘদিনের সহকর্মী, আত্মীয়স্বজন ও প্রিয় ছাত্ররা অংশগ্রহণ করেন। এ সময় অনেকে স্মৃতিচারণমূলক বক্তব্যে মহরম আলী স্যারের শিক্ষা, আদর্শ ও মানবিক গুণাবলির কথা তুলে ধরেন।
পরিবারের পক্ষে বক্তব্য রাখেন কনিষ্ঠপুত্র বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম। তিনি বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং উপস্থিত সকলের কাছে পরিবারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন।
উল্লেখ্য, গত বুধবার (১৪ জানুয়ারি) বিকাল চারটার দিকে বার্ধক্যজনিত কারণে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মহরম আলী স্যার ইন্তেকাল করেন।
(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।