তিতাসে লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হালিম সৈকত।।
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালযের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকার সময় বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক মন্ডলীর আয়োজনে প্রধান শিক্ষক মোহাম্মদ বশির আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক হোসাইন সরকার বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

উপস্থিত অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ডাক্তার মোহাম্মদ শাহ আলম, সহকারি শিক্ষক (ইংরেজি) মোহাম্মদ নাসিম, ফিরোজ মান্নান, মোহাম্মদ ইউসূফ আলী, সহকারি শিক্ষক (গণিত)সেলিনা আক্তার, সহকারি শিক্ষক (গণিত) মোহাম্মদ লিটন ও অভিভাবকদের মধ্য থেকে কথা বলেন মোহাম্মদ ইসমাঈল প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,মোঃ ইসমাঈল হোসেন।
এসময় বক্তারা বলেন, এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, সার্বিক বিকাশ ও পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বোঝাপড়া তৈরি করা, যেখানে তাদের পড়ালেখার পরিবেশ, দুর্বলতা, ভবিষ্যৎ পরিকল্পনা, এবং শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়, যাতে যৌথ প্রচেষ্টায় শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারে। এই সভায় পরীক্ষার প্রস্তুতি, পাঠ পরিকল্পনা, হোমওয়ার্ক, দুর্বলতা দূরীকরণ এবং গঠনমূলক পরামর্শ নিয়ে আলোচনা হয়।
পরীক্ষার সময়টুকু মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে তারা বলেন, বর্তমানে অধিকাংশ ছাত্র-ছাত্রীই মোবাইল ফোনে আসক্ত। এর ব্যবহার সীমিত করতে হবে। তারা আরও অভিমত দেন, ভালো কিছু করতে হলে প্রয়োজন শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা।

উল্লেখ্য এ বছর লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় থেকে মোট একাত্তর জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।