অনলাইন ডেস্ক
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বৃহস্পতিবার ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন বন্টন দ্বন্দ্বে জামায়াতের নেতৃত্বাধীন জোটের চূড়ান্ত মিলন হয়নি। সংবাদ সম্মেলনে আসেনি ইসলামী আন্দোলন। তাদের অনুপস্থিতিতেই “ঐক্যবদ্ধ বাংলাদেশ স্লোগানে” ২৫৩টি আসন ঘোষণা করে এগারো দলীয় নির্বাচনী ঐক্য জোট । ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা নিয়ে ১৭৯টি আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে ৩০টি আসনে জোট থেকে ছাড় দেওয়া হবে।
এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসকে ২০টি আসন, খেলাফত মজলিসকে ১০টি লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) ৭টি, এবি পার্টি ৩টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি, নেজামে ইসলাম পার্টি ২টি। ঘোষণা অনুযায়ী ৩০০ আসনের মধ্যে ফাঁকা রয়েছে আর মাত্র ৪৭ টি আসন। তবে শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন জোটে আসবেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন জামায়াতের আমির ।
নির্ভরযোগ্য সূত্র জানায়, জোটের প্রধান দুই পরাশক্তি জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মধ্যে আসন বণ্টন নিয়ে টানাপোড়েনের কারণেই মুলত শেষ পর্যায়ে এসেও মিলন ঘটেনি। জামায়াতকে নিয়ে আগামী দিনে পথচলার ব্যাপারে ইসলামী আন্দোলনের ভেতের ‘অবিশ্বাস’ আর ‘সন্দেহ’ তৈরি হয়েছে। সবমিলিয়ে জামায়াতের প্রস্তাবিত ৫০টি আসনে সন্তুষ্ট হতে না পেরেই তারা সংবাদ সম্মেলনে আসেনি। এদিকে জামায়াত জোটের সংবাদ সম্মেলন চালু অবস্থায় ইসলামী আন্দোলন শুক্রবার বিকেল তিনটায় এককভাবে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন। আসন সমঝোতা নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলন গত দুই দিন ধরে দফায় দফায় বৈঠকে করে সমাধানে পৌছাতে পারেনি।
ফলে নির্বাচনের ঠিক আগমুহূর্তে বড় ধরনের ধাক্কা খেল জামায়াতের নেতৃত্বাধীন নতুন এই রাজনৈতিক মোর্চা। এখন ১০ দলীয় জোটে ঝুলছে এই মোর্চা। গতকাল বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের অনুপস্থিতি জোটের ভবিষ্যৎ নিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। মুলত ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। দলটির ২৬৬ আসনে মনোনয়নপত্র দাখিল করা আছে।
ছাত্র জনতার অভ্যুত্থানের পর ‘ওয়ান বক্স পলিসি’ অর্থাৎ ইসলামী দলগুলোর এক বাক্সে ভোট— এই স্লোগান নিয়ে নয় মাস আগে ইসলামী আন্দোলন প্রথমে মোর্চা গঠনের কাজ শুরু করেছিল। শুরুতে এই আলোচনায় যুক্ত হয় বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন এবং নেজামে ইসলাম পার্টি। ষষ্ঠ দল হিসেবে যোগ দেয় জামায়াতে ইসলামী। এরপর জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) সমঝোতার আলোচনায় যুক্ত হয়। নভেম্বর মাসে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের দাবিতে আন্দোলনেও নেমেছিল এই মোর্চা।
তবে নির্বাচনের তফসিল ঘোষণা হলে আন্দোলন থেকে সরে এসে তারা তৎপর হয় আসন সমঝোতায়। তখন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) আসন সমঝোতায় যোগ দেয়। তখন এই মোর্চাকে ১১ দলের আসন সমঝোতার রূপ দেওয়ার তৎপরতা শুরু হয়। তখন থেকেই ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন ওঠে এটি আসলে জোট নাকি আসন ভাগাভাগির একটি প্ল্যাটফর্ম।
আসন বন্টন নিয়ে শুরু থেকেই কিছু অসন্তোষ ছিল। বিশেষ করে ইসলামী আন্দোলন শুরু থেকে শতাধিক আসনে নির্বাচন করতে চেয়েছিল। তবে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে আসনের চাহিদা কমিয়েছে। সর্বশেষ তারা ৬০-৭০টি নিচে নামতে রাজি নয়। কিন্তু জামায়াত দলটিকে ৪৫টি আসন ছাড় দিতে চায়। ফলে ইসলামী আন্দোলনের অনেক নেতাই জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচন পক্ষে মত দেন। তারা মনে করেন, আসনসংখ্যা যদি ৪০-এর ঘরেই সীমাবদ্ধ থাকে, তবে সেটি দলের সাংগঠনিক শক্তির অবমূল্যায়ন হবে। এছাড়া সম্প্রতি তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমির দেখা করে জাতীয় সরকার গঠনের কথা বলেছে। তা নিয়েও দলের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে। সবমিলিয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াত ‘বড় ভাই সুলভ’ আচারণ মানতে পারছেন না তারা।
জোটের কোনো কোনো দল মনে করছে, একদিকে আসন সমঝোতায় অস্পষ্টতা রয়েছে, অন্যদিকে ঐক্যের রাজনৈতিক কোনো নীতিমালা ঠিক করা হয়নি। নির্বাচনের পর ক্ষমতায় গেলে কি হবে, বিরোধী দল হলে সংসদে ইসলামী আন্দোলনের ভূমিকা কি হবে তা এখনো অস্পষ্ট।
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান কর্ণেল (অব:) অলী আহমেদ, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, বিডিপির সভাপতি আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমাদ আব্দুর কাদের, জামায়াতের নায়েবে আমির ডা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাগপার সিনিয়র সহ সভাপতি প্রকৌশলি রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নয়েবে আমির মাও মুজিবুর রহমান হামিদী, নেজামে ইসলামি পার্টির আনোয়ারুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন প্রমুখ, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুইঁয়া, ঢাকা ৮ আসনের এনসিপি মনোনীত এনসিপির নাসিরুদ্দিন পাটওয়ারী। এছাড়া দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
তোমরা নিজেদের ভোট দিতে আসবা, ভোটের হিসাব নিয়ে ঘরে যাবা, যুবকদের উদ্দেশে জামায়াত আমির ।
যুব সমাজের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, তোমরা নিজেদের ভোট দিতে আসবা এবং ভোটের হিসাব নিয়ে ঘরে ফিরবে।এ সময় শহীদ ওসমান বিন হাদির বিচার চেয়ে তিনি বলেন, এমন বিপ্লবীদের হত্যার বিচার না হলে বিপ্লবী তৈরি হবে না।