স্টাফ রির্পোটার।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এক প্রভাবশালী শিক্ষক নেতাকে পদোন্নতি দেওয়ার জন্য নিয়মের তোয়াক্কা না করে মূল সনদ ছাড়াই সনদ যাচাই-বাছাইকরণ কমিটিকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছয় অনুষদের ডিন, রেজিস্ট্রার এবং ডেপুটি রেজিস্ট্রারের সমন্বয়ে গঠিত সনদ যাচাই-বাছাইকরণ কমিটি কাজ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ আইনুল হককে সহকারী অধ্যাপক পদ থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিতেই প্রচলিত নিয়মের তোয়াক্কা না করেই শিক্ষকদের এক পক্ষের চাপে এ কাজ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক জ্যৈষ্ঠ শিক্ষককের সাথে কথা বলা জানা যায়, কোন শিক্ষক যদি উচ্চশিক্ষা গ্রহণ করেন সেক্ষেত্রে তার উচ্চশিক্ষা সংশ্লিষ্ট সনদপত্র বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে সে সনদ নথিভুক্ত করার জন্য আবেদন করতে হয়। সনদ নথিভুক্ত হলে সে শিক্ষককে পদোন্নতি প্রদানের জন্য ব্যবস্থা নেওয়া হয়। পূর্বে সনদ নথিভুক্তের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নিকট আবেদন করতে হতো, রেজিস্ট্রার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করে সে সনদ নথিভুক্ত করে সংশ্লিষ্টশিক্ষককে চিঠি দিতো। এরপর পদোন্নতির সময় হলে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়। তবে বর্তমান উপাচার্য যোগদানের পর ছয় অনুষদের ডিন , রেজিস্ট্রার এবং ডেপুটি রেজিস্ট্রারের সমন্বয়ে সনদ যাচাই-বাছাইকরণ কমিটি গঠন করে দেয়। এরপর হতে এই কমিটিই সনদ যাচাই-বাছাই করে নথিভুক্ত করার কাজ করতো। তবে এ শিক্ষক নেতার ক্ষেত্রে সনদ যাচাই-বাছাইকরণ কমিটিকে এড়িয়ে সরাসরি উপাচার্য এই বিষয়টিকে সিন্ডিকেটে উত্থাপন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের ৭৬ তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক দেশ বা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে উচ্চতর ডিগ্রির সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন কিন্তু করোনার কারণে তাদের সমাবর্তন অনুষ্ঠানে বিলম্ব হচ্ছে সে সকল শিক্ষকগণের ক্ষেত্রে শুধুমাত্র করোনাকালীন সময়ের জন্য অধীত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কিংবা প্রেসিডেন্ট/ ভাইস প্রেসিডেন্টের স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল প্যাডে ডিগ্রি অর্জনের সকল প্রক্রিয়া সম্পন্নের বিষয়ে প্রত্যয়নপত্র দাখিল করে উচ্চতর পদের জন্য আবেদন করতে পারবে। তবে বাছাই বোর্ডে অবশ্যই ওই সকল শিক্ষককে উচ্চতর ডিগ্রি অজর্নের মূল সনদ/ সাময়িক সনদ প্রর্দশন করতে হবে। তবে প্রভাবশালী ওই শিক্ষক নেতা অনুষ্ঠিত বাছাই বোর্ডে নিয়ম অনুযায়ী মূল সনদ কিংবা সাময়িক সনদ প্রদর্শন না করে সনদের স্ক্যান কপি প্রদর্শন করেন। এঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষাকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন শিক্ষক নেতাকে পদোন্নতি দিতে একটি পক্ষের চাপে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিয়মের পসরা সাজিয়েছে। যেখানে সিন্ডিকেটের সিদ্ধান্ত আছে মূল সনদ/ সাময়িক সনদ দেখাতে হবে সেখানে স্ক্যান কপি দেখানো হয়েছে। স্ক্যান কপি এক ধরনের ফটোকপির মতোই, এ ধরনের কাজ সম্পূর্ণ নিয়ম বর্হিভূত এবং অবৈধ। এদিকে সনদ যাচাই-বাছাইকরণ-নথিভুক্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে তাদের সভার কার্যবিবরণী পাঠিয়ে কাজ না করার সিদ্ধান্ত জানান।
সেই সভার কার্যবিবরণী সূত্রে জানা যায়, ৭৬ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তের আলোকে সনদ নথিভুক্তকরণ কমিটির সকল সদস্য মনে করেন, সিদ্ধান্তটি কমিটির জন্য বিব্রতকর এবং এজন্য কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যায়ের সিন্ডিকেটের সিদ্ধান্তকে সম্মান প্রর্দশন করে সনদ নথিভুক্তকরণ কমিটির কার্যকারিতা নাই বিধায় কার্যক্রম ভবিষ্যতে পরিচালনা না করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
এবিষয়ে সনদ নথিভুক্তকরণ কমিটির আহ্বায়ক বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব বলেন,‘ আপনি যেখান থেকে ঘটনাটি শুনেছেন, সেখান থেকে তথ্য নিন।’ বিষয়টি সম্পর্কে আপনি অবগত কিনা জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।
সনদ যাচাই-বাছাইকরণ কমিটির এক সদস্য সূূত্রে জানা যায়, ওই শিক্ষক প্রথমে যে সকল কাগজ দিয়ে নথিভুক্ত করার আবেদন করেন, কিন্তু নিয়মানুযায়ী সে সকল কাগজ দিয়ে নথিভুুুক্ত করা যায় না। যেকারণে তা নথিভুক্ত করা হয়নি। এদিকে প্রভাবশালী ওই শিক্ষককে পদন্নোতি দিতে শিক্ষকদের একটি পক্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ প্রয়োগ করলে প্রশাসন সনদ নথিভুক্তকরণ কমিটিকে পাশ কাটিয়ে সরাসরি সিন্ডিকেটের এজেন্ডাভুক্ত করেন। তবে বিগত সিন্ডিকেটের আগে একাধিক শিক্ষক পদোন্নতির সকল শর্তপূরণ করলেও তাদের বাছাই বোর্ড তখন না করে এ সিন্ডিকেটের জন্য রাখা হয়। কিন্তু এখন এ শিক্ষক নেতার জন্য পদোন্নতির ঘটনায় সাধারণ শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সনদ যাচাই-বাছাই কমিটির কাজ না করার সিদ্ধান্ত জানানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন,‘ করোনা মহামারির কারণে ওই শিক্ষক স্ক্যান কপি দেখিয়েছেন। এটা অরিজিনাল সার্টিফিকেটের স্ক্যান কপি বলে নথিভুক্ত কমিটি একমত হয়েছেন। তারপরও বিশ^বিদ্যালয়ের ভিসি মহোদয় বিষয়টি সিন্ডিকেটে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে অধিকতর যাচাই-বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়া ওই শিক্ষককে মূল কপি জমা দিতে বলা হয়েছে।