কুবিতে শুরু হয়েছে ‘লোক প্রশাসন উৎসব’

হাছিবুল ইসলাম সবুজ, কুবি
র‌্যালি, কেক কাটাসহ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ‘লোক প্রশাসন উৎসব ২০২৩’ শুরু হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সামাজিক বিজ্ঞান অনুষধের সামনে এসে শেষ হয়। পরে সেখানে কেক কেটে উৎসব উদ্বোধন করেন উপ উপাচার্য অধ্যাপক ড. মোহামম্মদ হুমায়ুন কবির।

এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান। বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোসা. শামসুন্নাহার, সহযোগী অধ্যাপক ড. রেজাউল করিম, সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, সহযোগী অধ্যাপক নাহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দিন, সহকারী অধ্যাপক আশিকুর রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন, প্রভাষক হাছান শাহারিয়া ও এইচ এম খালিদ হোসাইন ভূঞাঁসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য: ৪ দিন ব্যাপী এ উৎসব জুড়ে রয়েছে নবীন বরণ ও প্রবীণ বিদায়, নাচ, কৌতুক, গান, হাড়িভাঙা, কুইজ, বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন খেলাধুলা। আগামী ১৩ ডিসেম্বর কালচারাল অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপনী পর্দা নামবে এ উৎসবের।