কুমিল্লায় আধুনিক শেফ কুকিং কোর্সের শুভ উদ্ধোধন

মারুফ আহমেদ।।
কুমিল্লা নগরীর ঝাউতলায় মাষ্টার শেফ ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে শেফ কুকিং কোর্সের উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগরীর এলিট প্যালেসের তৃতীয় তলায় এ শেফ কুকিং কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন শেফ টনি মিয়া।
মাষ্টার শেফ ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্তাধিকারী শেখ হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট্য শেফ মোঃ মামুন, শাহানাজ ইসলাম, মেহেদী হাসান।

বেকাররত্ব দূর করে দেশ ও বিদেশে ক্যারিয়ার গড়তে কুমিল্লায় এই প্রথম আধুনিক সংস্কার সংযোজিত এডভান্স শেফ কুকিং কোর্সটি চালু করা হয়েছে। কোর্সটিতে ১০টি ইন্টারন্যাশনাল কুইজিন এর ৮০টির অধিক আইটেম সহ কুকিং সার্টিফিকেট, বেকারি বেসিক কোর্স, ভেজিটেবল ও ফ্রুট কার্ভিং কোর্স, আন্তর্জাতিক মানের থিওরি ক্লাস, বারিস্তা এবং বেভারেজসহ বিভিন্ন কোর্স রয়েছে বলে জানান
মাষ্টার শেফ ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্তাধিকারী শেখ হামিদুর রহমান।

error: ধন্যবাদ আপনাকে!