সদর দক্ষিণ প্রতিনিধ।।
অপরাধ জগতের ভয়ঙ্কর আতঙ্কের নাম কিশোর গ্যাং। কুমিল্লায় পাড়া-মহল্লায় একের পর এক কিশোর গ্যাং মাথাচাড়া দিয়ে উঠেছে। ছিনতাই, চাঁদাবাজি, মারধর থেকে শুরু করে খুনের মতো বড় ধরনের অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছে কিশোর গ্যাং সদস্যরা। শরীরে কালো পোশাক, মুখে মাস্ক, হাতে ধারালো চাপাতিসহ দেশীয় অস্ত্র হাতে নিয়ে দিচ্ছে মহড়া। কিশোর গ্যাং সদস্যরা পাড়ায়-মহল্লায় চলাফেরা করে দলবেঁধে। সেসব দলের আবার ভিন্ন ভিন্ন নামও আছে। তাদের কাছে ক্রমে জিম্মি হয়ে পড়ছে সাধারণ মানুষ। কিশোর গ্যাং সদস্যরা নিজেদের অবস্থান জানান দিতে অস্ত্র হাতে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও ভিডিও আপলোড করছে। আবার কখনো কখনো দলবেঁধে উচ্চশব্দে সড়ক-মহাসড়কে বাইক নিয়ে মহড়া দিতেও দেখা গেছে। অনেক সময় আধিপত্য বিস্তারে পরস্পরের সঙ্গে সংঘর্ষেও জড়াচ্ছে তারা। ছোট ছোট অপরাধ থেকে শুরু করে হত্যাকাণ্ড, ইভটিজিং, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদকাসক্তি, মাদক, আগ্নেয়াস্ত্র সম্পর্কিত গুরুতর অপরাধে জড়িড়ে পড়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এতে হুমকির মুখে পড়ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওটিতে দেখা যায় দেশী অস্ত্র নিয়ে কিছু কিশোর বাংলা ফিল্মি স্টাইলে উল্লাস করছে। ভিডিওটি এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে দেখা যায়, চাপাতি, চাইনিজ কুড়াল, ধারলো ছুরি ও অন্যান্য দেশী অস্ত্র নিয়ে কিছু কিশোর উল্লাস করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিওটি বিজয়পুরের পাশপাশের এলাকায় ধারণ করা। কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর ও আশপাশের এলাকার কিছু কিশোর এই ভিডিও করে। গ্যাং লিডার অপু’র নেতৃত্বাধীন এই কিশোর গ্যাংয়ের রয়েছে রাজিব, রাকিব, আরিফসহ ১০/১২ জনের একটি গ্রুপ। এছাড়াও প্রায় এলাকায় কিশোর গ্যাংয়ের প্রভাব বেড়েই চলছে। সচেতন মহলের অনেকে ভাইরাল হওয়া ভিডিও’র সাথে জড়িতদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ওই কিশোর গ্যাংয়ের হুমকির মুখে পড়তে হয়েছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই ভয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।
অনুসন্ধানে জানা গেছে, একসময় ভাসমান ও নিম্ন আয়ের পরিবারের সন্তানরা কিশোর গ্যাং চক্রে জড়িত হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে, উচ্চ মধ্যবিত্ত, ধনীদের আলালের ঘরের দুলালরাও কিশোর গ্যাং চক্রে জড়িয়ে যাচ্ছে। তাদের পোশাক, চুলের কাটিং, চলাফেরা সবই ভীতিকর। সন্ত্রাসী কায়দায় এলাকায় ত্রাস সৃষ্টি, মাদক সেবন, পরে মাদক বিক্রিতেও জড়িয়ে যাচ্ছে। এক পর্যায়ে তারা এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করছে। এদের নিয়ন্ত্রণ করছে তথাকথিত বড় ভাইয়েরা।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।