কুমিল্লার মুরাদনগরে থানায় হামলার ঘটনায় বিএনপি নেতা হাজী ইদ্রিস গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মুরাদনগরে থানায় এবং ছাত্র সমন্বয়কদের উপর হামলার ঘটনায় বিএনপি নেতা হাজী ইদ্রিসকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইদ্রিস উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং পরিবহন শ্রমিক নেতা।

পুলিশ জানায়, গত ২৪ মার্চ মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় চাঁদা আদায়ে বাঁধা দেওয়ায় শ্রমিকদল নেতা আবুল কালাম আজাদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এডভোকেট ওবায়দুল হকের উপর হামলা করা হয়। এ ঘটনায় পুলিশ আবুল কালামকে আটক করলে বিএনপি নেতাকর্মীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে বিএনপি নেতা কর্মীরা থানায় এবং বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা করে। এ ঘটনায় ছাত্রনেতা আবু ফয়সাল ও পুলিশ বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত হাজী ইদ্রিস দুটি মামলার আসামী। এদিকে তাকে গ্রেফতারের পর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের দাবি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, বিএনপি নেতা হাজী ইদ্রিস থানায় হামলা এবং ছাত্র সমন্বয়কদের উপর হামলার ঘটনায় জড়িত। দুটি মামলার এজাহার নামীয় আসামি তিনি। ডিবি পুলিশের একটি টহল দল তাকে গ্রেফতার করেছে।

error: ধন্যবাদ আপনাকে!