মারুফ আহমেদ।।
কুমিল্লা শহীদ দীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ‘হ্যালো সুপারস্টার’স এর আয়োজনে ২৭ অক্টোবর শুক্রবার বাংলাদেশ একাদশ ও ভারত একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইবেকারে ভারত একাদশ জয় পায়। প্রীতি ম্যাচে দুই দলে দুই দেশের জনপ্রিয় প্রাক্তন ও বর্তমান ফুটবলাররা অংশ নেয়। বাংলাদেশ-ভারত প্রীতি ফুটবল ম্যাচ দেখতে গ্যালারীতে ছিল কয়েক হাজার দর্শক।
হ্যালো সুপারস্টার’স এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সঙ্গীত শিল্পী আসিফ আকবর বাংলাদেশ-ভারত প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনের সমম্বয়কের দায়িত্বে ছিলেন।
বাংলাদেশ-ভারত প্রীতি ফুটবল ম্যাচ শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়ার রাজ পরিবারের সদস্য ও মহামান্য রাজকীয় টংকু হারুন আর রশিদ পুত্রা, মালয়েশিয়া রাজ পরিবারের সদস্য মহামান্য রাজকীয় নূর সুজানা আব্দুল্লাহ, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, ভারতের সহকারী হাই কমিশনার ড. রাজিব রঞ্জন, কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।