কুমিল্লার পেপার ডেস্ক
কুমিল্লার ১১টি আসনের ৮০ জন প্রার্থীর মধ্যে বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান তার দপ্তরের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এ সময় বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের প্রস্তাবকারী-সমর্থনকারীরা উপস্থিত থেকে প্রতীক সংক্রান্ত ফরম সংগ্রহ করেন।
তবে মনোনয়নপত্র বাতিল হওয়ায় কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ও কুমিল্লা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া প্রতীক পাননি।
২১ জানুয়ারি দুপুরে মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট হাইকোর্ট খারিজ করে দেন। অন্যদিকে আবদুল গফুর ভূঁইয়ার বিষয়ে শুনানি হবে আজ।
রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, ব্যালট পেপারে যেভাবে প্রতীক থাকবে, প্রার্থীদের ব্যানারসহ সব ধরনের প্রচারণায় সেভাবেই তা ব্যবহার করতে হবে এবং ভোটারদের সামনে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হবে।
নির্বাচনী আচরণবিধি মেনে সবাইকে প্রচারণা চালাতে হবে।
এর আগে সকাল ১০টার আগ থেকেই জেলা প্রশাসকের দপ্তর এলাকায় মাইক্রোবাস, বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, জিপ ও পাজেরো গাড়ি নিয়ে প্রার্থী ও তাদের অনুসারীরা উপস্থিত হন। একে একে আসনভিত্তিক প্রার্থীদের নাম ঘোষণা করে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পছন্দের ও দলের প্রতীক পেয়ে প্রার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, ধানের শীষ উন্নয়নের প্রতীক। এটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতীক এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক।
তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে ভোটাররা ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে সিল মারবেন। তার দাবি, দেশের যত উন্নয়ন হয়েছে, তা বিএনপির শাসনামলে, বিশেষ করে খালেদা জিয়ার শাসনামলেই হয়েছে।