মারুফ আহমেদ।।
কুমিল্লার তিতাসে লঞ্চে কিশোরদের ডিজে পার্টি চলাকালে চালকের অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত শামীম নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে তিতাস উপজেলার দড়িকান্দি ব্রীজের নিচে গোমতী নদীর শাখা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। নিহত শামীম তিতাস উপজেলার শিবপুর গ্রামের সিএনজি চালক আব্দুল মতিনের ছেলে।
পুলিশ জানায়, তিতাস উপজেলার গোমতী নদীতে সোমবার রাতে কিশোররা ছোট একটি লঞ্চে মাইক বাজিয়ে আনন্দ উল্লাস করছিল। এসময় চালকের অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে লঞ্চটি জড়িয়ে পড়ে। এতে ওই লঞ্চে থাকা অন্তত ১২ জন কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এসময় তাদের শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে স্থানীয় গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশংকজনক অবস্থায় ৩জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এসময় একজন কিশোর নদীতে নিখোঁজ হয়। সকালে তার মরদেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে স্বজনরা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা আক্তারসহ অন্যান্যরা।
(ভিডিওটি স্থানীয় ভাবে মোবাইলে ধারন করা)