কুমিল্লায় অনুষ্ঠিত হলো হাইওয়ে পুলিশের আন্তঃইউনিট ব্যাডমিন্টন প্রতিযোগিতা

আবু মুছা।।
কুমিল্লায় অনুষ্ঠিত হলো হাইওয়ে পুলিশের আন্তঃইউনিট ব্যাডমিন্টন প্রতিযোগিতা। রোববার রাতে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে কক্সবাজার পর্যন্ত কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের ১৬টি থানার পুলিশ সদস্যরা অংশগ্রহন করেন। ফাইনাল খেলার একক প্রতিযোগিতায় রিজার্ভ অফিসকে হারিয়ে মহিপাল হাইওয়ে থানা চ্যাম্পিয়ন এবং দ্বৈত খেলায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানাকে হারিয়ে রিজার্ভ অফিস চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম-বিপিএম,পিপিএম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন, সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, মহিপাল হাইওয়ে থানার ওসি মোঃ আসাদুজ্জামান, ময়নামতি হাইওয়ে থানার ওসি মোঃ সাফায়েত হোসেন, লাকসাম হাইওয়ে থানার ওসি জিয়াউল হক, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম, মিয়া বাজার হাইওয়ে থানার ওসি সফর আলী, জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি ফিরোজ হোসেন, ফাজিলপুর হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার ও ডাক্তার আল আমিন। দুইদিন ব্যাপী চলা এ খেলার সার্বিক দায়িত্ব পালন করেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদের নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা ।

প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম বলেন, করোনা মহামারিতে ভ্যাকসিন আসার পূর্বে সবাইকে মাস্ক পরিধান করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন করোনা মোকাবেলায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে খেলাধুলা ও শরীরে রোদের আলো লাগানোর পরামর্শ দেন তিনি। খেলায় বিজয়ী ও বিজিত দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপস্থিত দর্শক ও আয়োজকদের ধন্যবাদ জানান পুলিশ সুপার।

এসময়, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা ইউনিট কমিউনিটি পুলিশের সভাপতি হাজী মুজিবুর রহমান, সাধারন সম্পাদক আলী আহমেদ মিয়াজী উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক খুরশেদ আলম টাইগার এবং ভয়েস অব বাংলাদেশের এসএম মিজান খেলার ধারাভাষ্যকার হিসিবে উপস্থিত ছিলেন।