স্টাফ রিপোর্টার।।
গত চব্বিশ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লায় ৭জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনার সংক্রমণে জেলায় ৭৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মনোহরগঞ্জের দুইজন, বরুড়ার দুইজন, দেবিদ্বার, বুড়িচং ও চৌদ্দগ্রামের একজন করে ৩জন রয়েছেন। বুড়িচং ও চৌদ্দগ্রামের ব্যক্তির মৃত্যু হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে।
কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ নতুন করে ১৩১জনের করোনা শনাক্ত নিশ্চিত হয়েছে। শনাক্ত হওয়াদের মধ্যে রয়েছে কুমিল্লা সিটি করপোরেশনে ৩৯, আদর্শ সদরে ৫, বরুড়ায় ৮, চৌদ্দগ্রামে ১২, মনোহরগঞ্জে ১৯, মুরাদনগরে ১, নাঙ্গলকোটে ২, সদর দক্ষিণে ৪, লালমাইয়ে ৪, বুড়িচংয়ে ১, চান্দিনায় ৯, হোমনায় ৫, দাউদকান্দিতে ১৮ ও তিতাসে ৪জন। জেলায় সর্বমোট আক্রান্ত হয়েছে ২হাজার ৬০২জন। আজ সিটি করপোরেশনে ৩৩, চৌদ্দগ্রামে ৬ ও দেবিদ্বারে ১১জনসহ সুস্থ হয়েছে ৫০জন। কুমিল্লায় সর্বমোট সুস্থ হয়েছে ৭৪৭জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫হাজার ৮২৭জনের। ফল এসেছে ১৪হাজার ৫৭০জনের।