‘মৃত ব্যক্তির খাটিয়ায় রোগীদের নিয়ে যেতে হয় হাসপাতালে’

মহসিন হাবিব,তিতাস:
কুমিল্লার তিতাস উপজেলার ৩নং বলরামপুর ইউনিয়নের বলরামপুর-দক্ষিণ বলরামপুর গ্রামের তিন কিলোমিটার সড়ক এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকালে কাঁচা সড়কে বৃষ্টির পানি আটকে এমনভাবে গর্তের সৃষ্টি হয়েছে। এতে ছোট যানবাহন আটকে যাচ্ছে। কোথাও রাস্তা ভেঙে গেছে।
স্থানীয় মো. সারোয়ার হোসেন জানান, ‘ভাঙা এ সড়কে প্রতিদিন আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। পথচারীদের দুর্ভোগের পাশাপাশি আমাদের ভোগান্তি হচ্ছে ব্যবসা-বাণিজ্যে। এই সড়কটি খুব দ্রুত পাকাকরণে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
ওর্য়াড মেম্বার মো. মামুন ভুইয়া বলেন, ‘আমাদের এ গ্রামের বেহাল সড়কে সবচেয়ে বেশি ভোগান্তি হয় রোগীদের। অ্যাম্বুলেন্স ও যানবাহন চলাচল না করায় অনেক সময় মৃত ব্যক্তির খাটিয়া যোগে রোগীদের নিয়ে যেতে হয় হাসপাতালে। কাঁচা বেহাল সড়কে সবচেয়ে বেশি কষ্ট হয় অন্তঃসত্ত্বা নারীদের।
ইউপি চেয়ারম্যান মো, নুর নবী বলেন, সড়কটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট আবেদন জানালো হলেও কেউ ভ্রুক্ষেপ করেননি। মাসিক উন্নয়ন সভায় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের সামনে উপস্থাপন করলে সড়কটির এক কিলোমিটারের কাজ দ্রুত হবে বলে তারা আশ^স্ত করেন।