স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় আজ ৪৩৬টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩৭জনের। আজ নমুনা প্রেরণ করা হয়েছে ৩১৮টি। এখন পর্যন্ত ১৯হাজার ৪৫২জনের নমুনা প্রেরণ করা হয়েছে। ফল এসেছে ১৮ হাজার ৬৭৩টি নমুনার। জেলায় সর্বমোট করোনা শনাক্ত হয়েছে ৩হাজার ৬৯৯জনের।
আজ আক্রান্তরা হলো- কুমিল্লা সিটি করপোরেশনের ১৬, আদর্শ সদরের ৮, বরুড়ার ১১, সদর দক্ষিণের ৪, লাকসামের ৬, নাঙ্গলকোটের ৭, লালমাইয়ের ৮, চান্দিনার ৪, মনোহরগঞ্জের ৮, হোমনার ১৫, তিতাসের ৪, দাউদকান্দির ১, চৌদ্দগ্রামের ২৬, বুড়িচংয়ের ৩, মেঘনার৫, মুরাদনগরের ৮ ও ব্রাহ্মণপাড়ার ৩ জন। কুমিল্লা সিটি করপোরেশনের ৪৯জনসহ আজ সুস্থ হয়েছে ৭৯জন। মোট সুস্থ ১হাজার ৬১৩জন। আজ ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রাম ও সিটি করপোরেশনের একজন করে মৃত্যু হয়েছে ৩ জনের। জেলায় এখন পর্যন্ত মারা গেছে ১০৩জন।
কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।