কুমিল্লায় করোনায় আক্রান্ত ৭৯, মারা গেছে ১জন

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৯ জনের। গত চব্বিশ ঘণ্টায় ২৭৪টি ফলাফলের বিপরীতে এ ৭৯ জন শনাক্ত হয়। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২হাজার ৬৮১ জনের। নতুন শনাক্তদের মধ্যে রয়েছে কুমিল্লা সিটি করপোরেশনের ৭, সদরের ২, বুড়িচংয়ের ৭, চৌদ্দগ্রামের ৬, সদর দক্ষিণের ৮, মুরাদনগরে ৮, হোমনার ১৩, দাউদকান্দির ৪, দেবিদ্বারের ১৪, দাউদকান্দির ৪, ব্রাহ্মণপাড়ার ২ ও লাকসামের ২ জন। মুরাদনগরে মারা গেছে ১জন। মোট মারা গেছে ৭৯ জন। নতুন করে সুস্থ হয়েছে ৩০ জন। মোট সুস্থ হয়েছে ৭৭৭ জন। সুস্থদের মধ্যে রয়েছে বুড়িচংয়ের ১১ জন, দেবিদ্বারের ১৪ জন, সদর দক্ষিণের ১, হোমনায় ৩ ও মুরাদনগরের ১ জন।
নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬২৬২ জনের। ফল পাওয়া গেছে ১৪৮৪৪ জনের।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।