মাহফুজ নান্টু।।
রাত সাড়ে ৮’টা। কুমিল্লা বাদুরতলা ফয়জুন্নেছা স্কুলের বিপরীতে ডাস্টবিন। তারপাশেই এক বৃদ্ধ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। সন্তানরা অসুস্থ খোরশেদ মিয়াকে মিয়াকে ফেলে চলে যায় । এ সময় জরুরি জাতীয় সেবার নম্বর থেকে ফোন আসে পুলিশের কাছে। ঘটনাস্থলে যায় পুলিশ সদস্যরা। বৃদ্ধকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ সদস্যরা। হাসপাতালে ভর্তি করার পরেই মারা যান খোরশেদ মিয়া (৬০)। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
অ্যাসিস্টেন্ট টাউন সাব-ইন্সপেক্টর খন্দকার শাহাব উদ্দিন জানান, শনিবার রাত সাড়ে ৮ টায় খবর পাই একজন অসুস্থ মানুষ ফয়জুন্নেছা স্কুলের বিপরীতে একটি ডাস্টবিনের পাশে পড়ে আছেন। পরে এসআই শাওন দাস স্যারের সাথে ঘটনাস্থলে যাই। আমাদের দেখেই বৃদ্ধ খোরশেদ মিয়া বলে উঠেন কেঁদে উঠেন। বললেন বাবা আমাকে বাঁচাও। লোকটির শ্বাস কষ্ট হচ্ছিলো। খুবই অসুস্থ ঠিক মতে কথা বলতে পারছিলেন না। পরে থানা থেকে ওসি আনোয়ার হক স্যার বৃদ্ধকে অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নিয়ে যেতে বললেন।
পথে বৃদ্ধ খোরশেদ মিয়াকে বললাম আপনি ডাস্টবিনের পাশে কেন? আধো আধো মুখে বললেন তার সন্তানরা ডাস্টবিনের পাশে ফেলে গেছেন। কথাটি শোনার পর আমাদের চোখে পানি চলে আসে। এর বেশি কিছু বলতে পারেননি খোরশেদ মিয়া। তাই ঠিকানাটাও ঠিকমতো নিতে পারেনি। খোরশেদ মিয়াকে ভর্তি করি। ঠিকানার জায়গায় আমার নাম ও মোবাইল ফোন নম্বর দিয়ে আসি। পরে হাসপাতাল থেকে আমরা গাড়ি নিয়ে আবারও ডিউটির উদ্দেশ্য রওনা হই।গাড়িটি টমসমব্রিজ আসার পর হাসপাতাল থেকে একজন নার্স ফোন করে জানান বৃদ্ধ খোরশেদ মিয়া মারা গেছেন। তার পরিচয় খোঁজার চেষ্টা চলছে। পরিচয় পেলে আত্মীয়স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। না হয় আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফন করা হবে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, বৃদ্ধ খোরশেদ মিয়া অস্পষ্ট স্বরে জানালেন তার বাড়ি নোয়াখালী। তবে আমরা তার সঠিক ঠিকানা খুঁজে পাইনি। তাই আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফনের প্রক্রিয়া চলছে।