স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধ্যে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫ হাজার ছুঁই ছুঁই অবস্থায় পৌঁছেছে। আজ সোমবার (২০ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে আরও ৪০ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৪ হাজার ৯৫৩ জনে দাঁড়িয়েছে।
এদিকে, করোনা জয় করে জেলায় নতুন করে সুস্থ হয়েছেন ৬৭ জন। এনিয়ে জেলায় সর্বমোট সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮০ জন। এর মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন আদর্শ সদরে ১০ জন, চান্দিনায় ৩১ জন ও নগরীতে ২৬ জন।
এছাড়া প্রাণঘাতী করোনার ছোবলে কুমিল্লায় সর্বমোট ১২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি।
সোমবার (২০ জুলাই) বিকেল পৌনে ৫ টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, সোমবার পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৫৬৬ জনের। আর নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট পাওয়া গেছে ২৩ হাজার ৪১০ জনের। এর মধ্যে ৪ হাজার ৯৫৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
সোমবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন- কুমিল্লা নগরীতে ৮ জন, নাঙ্গলকোটে ১৩, আদর্শ সদর ৬, বরুড়া ১, মেঘনা ১, চান্দিনা ৪, লাকসাম ২, মনোহরগঞ্জ ২, লালমাই ২ ও হোমনায় ১ জন।