কুমিল্লা জেলা গোয়েন্দার শাখার সদস্যরা অভিযান চালিয়ে ৪৮০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত নয়টায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা এর একটি টীম কোতয়ালী মডেল থানাধীন চকবাজার ট্রাংক রোড সংলগ্ন সিটি সুপার মার্কেটের নীচ তলায় একটি গোডাউনের অভিযান চালিয়ে ৪৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য ৭
সাত লক্ষ বিশ হাজার টাকা। এসময় মোঃ সুমন হোসেন নামের একজনকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, আটককৃত আসামী মোঃ সুমন হোসেন জিজ্ঞাসাবাদে জানায় তার “বকশী সুইটস এন্ড ফল ভান্ডার” নামে চকবাজার এলাকায় একটি ফলের দোকান আছে। তাছাড়া গ্রেফতারকৃত আসামী সুমন আরো জানায়, তার অপর সহযোগী মোঃ হাসান(৩৮) এর সহযোগীতায় তারা সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে গোডাউনে মজুদ করে রাখে।
এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক নিংওয়াই মারমা গ্রেফতারকৃত আসামী মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া গ্রামের জাকির হোসেনের ছেলে মোঃ সুমন হোসেন(৩০) পলাতক আসামী সদর উপজেলার কোতোয়ালি মডেল থানাধীন শুভপুর গ্রামের ফুল মিয়ার ছেলে মোঃ হাসান(৩৮) এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে।