মারুফ আহমেদ, কুমিল্লা।।
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় হাইওয়ে কুমিল্লা রিজিয়নের ময়নামতি হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় র্যালিটি অনুষ্ঠিত হয়।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসের নের্তৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির মহাসচিব তাজুল ইসলাম, কুমিল্লা ট্রাক মালিক সমিতির প্রচার সম্পাদক নাসির উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন ময়নামতি হাইওয়ে থানার সেকেন্ড অফিসার সুজন মজুমদার সার্জেন্ট শাকিল
এসআই তৌহিদুল ইসলাম শিমুল, স্থানীয় ইউপি সদস্য শাহ আলম, সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম মেম্বার প্রমুখ।